ন্যাভিগেশন মেনু

চৌগাছায় ‘গুলিযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত


যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে ‘গুলিযুদ্ধে’ জহুরুল ইসলাম নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ 'গুলিযুদ্ধের' ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম উপজেলার আন্দুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ অবস্থান নেয়। রাত ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদকব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলির মুখে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়।

তারপর উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদকব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় সেখান খেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলির খোসা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

জহুরুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌগাছা থানা এবং ঝিনাইদহ কয়েকটি থানায় মাদক, মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে বলে জানান ওসি।

এডিবি/

আরো পড়ুন: