ন্যাভিগেশন মেনু

জন্মদিনে মমতার সেরা উপহার পেলেন শ্রাবন্তী


গত ১৩ অগস্ট ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের জন্মদিন। এদিন প্রচুর উপহার, জন্মদিনটা নিজের মতো করে কাটিয়েছিলেন অভিনেত্রী। তবে সেরা উপহার হিসেবে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি।

আর সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই উচ্ছ্বসিত নায়িকা। খবর হিন্দুস্তান টাইমস’র।

সেখানে দেখা যায় একটি চিঠিতে মমতা ব্যানার্জী লিখেছেন, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো।’

মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পেয়ে সামাজিক মাধ্যমে শ্রাবন্তী লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি… এটা আমার জন্মদিনের সেরা উপহার… ধন্যবাদ দিদি’।

একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন টলি অভিনেত্রী। পেয়েছিলেন নির্বাচনে লড়ার টিকিটও। পরে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন তিনি। সেখানে তাঁর বিপরীতে দাঁড়িয়েছিলেন রাজ্যের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে নির্বাচনে পরাজিত হন অভিনেত্রী। এরপর এখনও পর্যন্ত অবশ্য সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি শ্রাবন্তীকে।

সদ্যই মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘দুজনে’। সেখানে সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। রূপোলি পর্দায় অনেক হিট ছবির দেওয়ার পর ওয়েব দুনিয়ায় পা রেখেছেন এই জুটি।

ওআ/