ন্যাভিগেশন মেনু

জাতিসংঘের সম্মাননা পেয়েছে ভূমি মন্ত্রণালয়


জনস্বার্থে নিয়োজিত রাখায় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবিলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। ই-মিউটেশন উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ ঝেনমিন।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে লেখা চিঠিতে লিউ ঝেনমিন বলেন, ‘জনসেবায় বিশেষ অবদানের জন্য মন্ত্রণালয়টির অসামান্য অর্জন শ্রেষ্ঠত্বের দাবিদার আর তাই এই সম্মাননা তাদের প্রাপ্য।’

চিঠিতে আরও বলা হয়, 'আমার দৃঢ় বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ আপনার দেশে জনপ্রশাসনের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। প্রকৃতপক্ষে, এই কাজ জনসেবায় ব্রতী হতে বাকিদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।'

জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ ধরনের সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগেরই ফসল।'

জাতিসংঘ সাধারণ পরিষদ রেজ্যুলেশন ৫৭/২৭৭ এর মাধ্যমে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক সম্প্রদায়ের জন্য প্রদত্ত সেবার গুণগত মান ও উৎকর্ষ উদযাপনের উদ্দেশ্যে ২৩ জুনকে ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

জাতিসংঘ যথাযোগ্য আনুষ্ঠানিকতার সঙ্গে প্রতিবছরের ২৩ জুন  এ দিবসটি উদযাপন করে থাকে।

আর এই ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবসের’ কারণে বিশ্বজুড়ে সরকারি সেক্টরে গৃহীত সবচেয়ে উত্তম উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে অভিনন্দন জানানো হয়।

তবে সারাবিশ্বে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে জাতিসংঘ এবারের পাবলিক সার্ভিস পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ ঝেনমিন।

ওয়াই ও/এডিবি