ন্যাভিগেশন মেনু

জামালগঞ্জে চাঞ্চল্যকর জোরা খুন: প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার


সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামী-স্ত্রী খুনের প্রধান হোতা চাচাতো ভাই রাসেল মিয়াসহ দুই আসামীকে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে শহরের মল্লিকপুরস্থ র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।

এর আগে সোমবার (১৪ জুন) গভীর রাতে সুনামগঞ্জ র‌্যাবের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলো, হত্যা মামলার প্রধান আসামী রাসেল মিয়া, গোপল ওরফে গোপি।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, গত ৯ মে রাতে উপজেলার আলীপুর গ্রামের ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার সাথে একই গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের বৈদ্যুতিক খুটি বসানো নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে রাসেল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলমগীর (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগমকে (৩০) হত্যা করে।

ঘটনার পর থেকে আসামীরা পালিয়ে থাকা অবস্থায় দুইজনকে নারায়ণগঞ্জ এলাকা থেকে সোমবার (১৪ জুন) গভীর রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আসামীদের জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।

এএ/সিবি/