ন্যাভিগেশন মেনু

জীবননগরে সারের দোকানে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্য তালিকা ছাড়াও বেশি মূল্যে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুন) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, আজ (১ জুন) বেলা ১১টার সময় জীবননগর উপজেলা শহরে ও হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে হাসাদাহ বাজারে খালেক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও জীবননগর শহরের কালীগঞ্জ রোডে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কোনো ক্রেতার নিকট থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাতক্ষনাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

এসকে/এসএ/এডিবি/