ন্যাভিগেশন মেনু

টাইগারদের ২৮৭ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচটিতে টাইগারদের লক্ষ্য হচ্ছে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা।

প্রথম দুই ম্যাচে টাইগাররা প্রথমে ব্যাটিং করলেও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে শ্রীলঙ্কা।

তবে তৃতীয় ওয়ানডেতে বোলিং ছন্দে ফিরে প্রথম তিন উইকেট শিকার করে তাসকিন আহমেদ। সব মিলিয়ে এ ম্যাচে ৪ উইকেট নিজের ঝুলিতে নেয় তাসকিন।

এ ম্যাচে কুশল পেরেরার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সফরকারী শ্রীলঙ্কা। এছাড়া তাকে সঙ্গ দেওয়া ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ বলে ৪ বাউন্ডারিতে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন।

এ ম্যাচে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে হলে টাইগারদের ২৮৭ রানের লক্ষ্য টপকাতে হবে।

এমআইআর/এডিবি/