ন্যাভিগেশন মেনু

টুঙ্গিপাড়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের উদ্যোগে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে ২ হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং এক হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া হেলিপ্যাড চত্বরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিকট এসব উপকরণ হস্তান্তর করা হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জোহর নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে নেতারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। 

স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খালিদ হোসেন জমাদার প্রমুখ।

পরে বিকেল ৩টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নান্দনিক স্কুলব্যাগসহ শিক্ষা সহায়ক উপকরণ। 

এ সময় প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মানবরঞ্জন বাছাড়-সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে টুঙ্গিপাড়া পৌরসভার নতুন বাসস্ট্যান্ডে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং শেখ রাসেল শিশুনিকেতনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এডিবি/