ন্যাভিগেশন মেনু

টেকনাফ থেকে পৌণে ৩ লাখ ইয়বা উদ্ধার


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৭৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২ মার্চ) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম সালেহ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সালেহ আহমদ বলেন, ভোররাতে টেকনাফের শাহ পরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন এলাকা দিয়ে সমুদ্রপথে মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্ট গার্ডের একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক তিনজন লোককে দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকজন অন্ধকারে সৈকতে ঝাউবাগানের ভেতরে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাগুলো খুলে ২ লাখ ৭৯ হাজার ৬০০ ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম সালেহ আহমদ।

সিবি/এডিবি