ন্যাভিগেশন মেনু

টেকসই অর্থনৈতিক উন্নয়নে গবেষণার বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী


টেকসই অর্থনৈতিক উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি শিক্ষক, গবেষক ও অর্থনীতিবিদদের প্রতি আরো গবেষণার আহ্বান জানান।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইনক্লুসিভ গ্রোথ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে দেশ, জাতি ও সমাজের প্রকৃত অবস্থা তুলে ধরা সম্ভব। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ঢাবির অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অপার সম্ভবনাময় দেশ। এ দেশের মানব সম্পদসহ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। যা কাজে লাগিয়ে বর্হিবিশ্বে নিজেদের অবস্থানকে সূদৃঢ় করতে হবে। সে জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, বুদ্ধি, এবং কারিগরি প্রশিক্ষিত জনশক্তি।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, শিক্ষা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে দেশের  অভিশাপ না হয়ে আশীর্বাদ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। যাতে করে নিজের ও দেশের কল্যাণে এগিয়ে আসা সম্ভব হয়।

দক্ষতাকে কাজে লাগিয়ে একদিকে অর্থনৈতিক স্বাবলম্ব অর্জন করতে হবে। অন্যদিকে দেশের উন্নয়নে নিজেদেরকে উজার করে দিতে হবে। এভাবে এগিয়ে যেতে পারলে সব ক্ষেত্রেই সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) নির্ধারিত সময়ের আগেই অর্জন করতে সক্ষম হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী কার্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবির উপাচার্য বলেন, সমাজের সকল স্তরের মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং টেকসই উন্নয়নে প্রতিটি নাগরিককে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। আর এ ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে আগত দেশ-বিদেশের অর্থনীতিবিদ ও গবেষকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, অংশ গ্রহণকারীদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশ ও জাতির টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।  এই সম্মেলনে দেশ-বিদেশের অর্থনীতিবিদ ও গবেষকগণ ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিক-উজ-জামান, অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ এবং ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. নাজমা বেগম বক্তব্য রাখেন।

এমআইআর/ এসএস