ন্যাভিগেশন মেনু

ঢাকামুখী মানুষের ভয়াবহ জনস্রোত


করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ছে না। এমন অবস্থায় ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সামাজিক দূরত্ব ও সীমিত পরিসরে চলাচলের নির্দেশনা দেওয়া হলেও বাস্তবচিত্র ভিন্ন।

জীবিকার তাগিদে কর্মজীবীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ফিরছেন ঢাকায়। আজও শুক্রবার (২৯ মে) মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ১০টি ফেরির মাধ্যমে বিআইডব্লিউটিসি এসব যাত্রী পারাপার করছে। মানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব।

এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব গাড়ি দিয়ে চলাচলের কথা বলা হলেও ঘাট এলাকায় ভাড়ায় ছোট গাড়ি আসছে ও যাচ্ছে। ট্রাফিক পুলিশ বেশ কিছু মাইক্রোবাস আটক করে জরিমানাও করেছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. হিলাল উদ্দিন বলছেন, যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা কম। আর সামাজিক দূরত্বও বজায় রাখা সম্ভব হচ্ছে না। তারপরও জেলা ও ট্রাফিক পুলিশ যাত্রী সেবায় কাজ করে যাচ্ছেন।

সকালে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেশি ছিল। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ কর্মস্থল যোগ দিতে ঢাকায় ফিরছে, তাই চাপ কিছুটা বেশি বলে জানান তিনি।

ওআ/