ন্যাভিগেশন মেনু

ঢাকায় আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই


রাজধানীতে আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাওয়ের আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তবে বর্তমানে যেসব অঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, সেসব স্থানে এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, আজও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না এলে সেটিকে শৈত্য প্রবাহ বলা যাবে না। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমন সম্ভাবনা নেই যে, ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে তাপমাত্রা নেমে আসবে এবং শৈত্যপ্রবাহ হবে।

তবে যেসব স্থানের ওপর শৈত্য প্রবাহ বয়ে চলেছে, সেসব স্থানে আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

বর্তমানে খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে চলেছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় শৈত্য প্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে।

সিবি/এডিবি