যে গতিতে প্রথম দিনের খেলা চলছিল, গতকাল দ্বিতীয় দিনের খেলাটাও যদি ঐ গতিতে হতে পারতো, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হয়তো এটি একটি স্মরনীয় টেষ্ট ম্যাচ হয়ে থাকতো। কারণ প্রচন্ড চাপের মুখে বাংলাদেশ মাত্র ১৭২ রানে সব কটি উইকেট হারিয়ে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি টানে। কিন্তু বঙ্গপোসাগরের নিম্নচাপ আর বিপদ সংকেতের আগেই কিউই দলের বেটারদের ওপর প্রবল চাপ সৃস্টি করে টাইগার বোলাররা। আর মহাবিপদ সংকেত দেখছিল নিউজিল্যান্ড লাইন আপ তাদের ইনিংস এর অর্ধেক উইকেট হারিয়ে, যখন প্রথম দিনের খেলা অনকেটাই বাকী।
টাইগার বোলাররা সাগরের উত্তাল ঢেউয়ের ন্যায় ভয়ংকর রুপ ধারন করে ৫৫ রানে পাঁচ উকেট নিয়ে অবিশাষ্যভাবে খেলায় ফিরে আসে, তছনছ করে দেয় সফরকারী বেটারদের সকল রক্ষা বাঁধ। কে জানে, ঐদিনই হয়তো টাইগার বোলারদের প্রচন্ড ছোবলে লন্ডভন্ড হয়ে যেত নিউজিল্যান্ডের প্রথম ইনিংস - সুচনা হতে পারতো বাংলাদেশ ক্রিেেটর দারুন এক ইতিহাস রচনার, টেষ্টের প্রথমদিন বা দ্বিতীয় দিনেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে বা আজ ম্যাচের তৃতীয় দিনেই।
সাগরেরে সেই নি¤নিম্নচাপ নিউজিল্যান্ডকে চাপম্ক্তু করে দিল প্রথম দিনেই অল আউট হওয়া থেকে রক্ষা করে টানা বৃস্টিপাত ঘটিয়ে। ৫৫ রানে পাঁচ উকেট নিয়ে অবিশাষ্যভাবে খেলায় ফিরে আসার পর তিন দিনের মাথায় টাইগারদের জয়ের স্বপ্ন দেখাটা একেবারেই অলিক কল্পনা বলা যেত না। কিন্তু অকাল বৃষ্টি পুরু দ্বিতীয় দিনের খেলাটাই পন্ড করে দিল।ফলে ম্যাচের ভাগ্য এখন পুরোটাই বৃষ্টির হাতে। পাঁচ দিনের ম্যাচের আজ তৃতীয় দিন হলেও খেলা হয়েছে মাত্র একদিন। তবে, দ্বিতীয় দিনের খেলা পন্ড হওয়ার পরও চরম উত্তেজনার প্রথম দিন শেষেই ধারনা করা গেছে এ’ম্যাচের ভাগ্য অবধারিতভাবেই র্নিধারিত হবে। অন্তত বাকি তিনদিনের মধ্যে পুরু আড়াই দিনও যদি খেলা চালিয়ে যাওয়ার মতো আবহাওয়া বিরাজ করে।
এ’অবস্থায় বাকি তিন দিনও যদি বৃষ্টিতে ধুয়ে নেয়, সিরিজি ভাগ্য কিন্তু এখন বাংলাদেশের পক্ষেই। কারণ, প্রথম ম্যাচটা জিতে স্বাগতিকরা সিরিেিজ ১-০’তে এগিয়ে । বৃষ্টি যদি দ্বিতীয় টেষ্টের আর একটিও বল খেলতে না দেয় তাহলে বাংলাদেশ দু’ম্যাচের সিরিজটা জিতে যাবে।
কিন্তু আজ থেকে বাকী তিন দিন যদি আবহাওয়া খেলার উপযোগী হয়, ম্যাচে যেকেউ জিততে পারে। কারণ শেরে বাংলার এই উইকেট অনেকটাই রহস্যময়। খেলার উপযোগী পরিবেশ তৈরী হলে এই উকেট বেটারদের অনুকুলেও চলে যেতে পারে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড পাঁচ উকেটে ৫৫ থেকে চলে যেতে পারে অনেকদূর, যদিও তারা প্রথম ইনিংসে ১১৭ রানে পিছিয়ে।
অনেক প্রতিক্ষার পর তৃতীয় দিনের খেলাও শুরু হয়ে গেছে, বাকীটা প্রকৃতির ওপর।