ন্যাভিগেশন মেনু

তার অভিনয়ে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম, শোকবার্তায় মোদি


বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বুধবার (৭ জুলাই) সকালে টুইট করে তিনি প্রয়াত এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মোদি তার টুইটে লিখেছেন, ‘সিনেদুনিয়ার লেজেন্ড হিসেবে চিরদিন সকলের মনে রয়ে যাবেন দিলীপ কুমারজী। তিনি অতুলনীয় প্রতিভার অধিকারী ছিলেন। সেই কারণেই তার অভিনয়ে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। সাংস্কৃতিক দুনিয়ায় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।’

দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। টুইটারে তিনি লিখেছেন, ‘দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য। গঙ্গা যমুনার মতো ছবিতে তার অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান আগামী কয়েক প্রজন্মের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

দিলীপ কুমার বুধবার সকালে ৯৮ বছর বয়সে মারা যান। অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে। দিলীপ কুমারের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার কৃতিত্বও তারই।

১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার আসল নাম মহম্মদ ইউসুফ খান। তিনি ১৯৪৪ সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি চলচ্চিত্র শিল্পে ছয় দশকের অধিক সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টির বেশি ছবিতে।

জুগনু তার প্রথম বক্স অফিস হিট সিনেমা। এছাড়া নায়া দওর, মুঘল-ই-আজম, দেবদাস, রাম অউর শ্যাম, আন্দাজ, মধুমতী এবং গঙ্গা-যমুনারর মতো ছবিতে তিনি অভিনয় করেন।

১৯৯৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেন বর্ষীয়ান এই অভিনেতা।

১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ কুমার। গোপী, সাগিনা ছবিতে জুটিতে কাজ করেছেন তারা।

সেরা অভিনেতা হিসেবে ৮টি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন দিলীপ কুমার। সবচেয়ে বেশি পুরস্কার জেতার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে তার।

ভারত সরকার ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন দিলীপ কুমারকে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পান দিলীপ কুমার। ২০১৫ সালে ভারত সরকারের তরফে 'পদ্মবিভূষণ' সম্মানও দেওয়া হয় তাকে।

২০০০ থেকে ২০০৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। ১৯৯৮ সালে দিলীপ কুমারকে নিশান-ই-ইমতিয়াজ সম্মানে সম্মানিত করে পাকিস্তান সরকার।

ওআ/