ন্যাভিগেশন মেনু

তালেবানের হাতে পাক অভিনেত্রীর পরিবারের ৪ জন খুন


আফগানিস্তান তালেবানদের দখলে যাওয়ার পর থেকেই আশঙ্কায় ভুগছেন বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এরপর কয়েক হাজার আফগান কোনও ভাবে দেশ ছেড়েছেন কাবুল বিমানবন্দর হয়ে। এখনও কয়েক লক্ষ আফগান দেশ ছাড়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে দেশ ছেড়েছেন পাক মডেল ও অভিনেত্রী মালিশা হিনা খান। তবে তালেবানের হামলায় মালিশার পরিবারের ৪ জন খুন হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানালেন এই শোকের খবর।

টুইটে মালিশা জানান, তালেবানের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারলেন না তিনি। তিনি লিখেছেন, “আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিলা তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।’

মালিশা আরও লিখেছেন, “আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না।”

এই শোক সংবাদের পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মালশা হিনা খান।

২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়ায় পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয় বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, পাক গায়িকা রাবি পীরজাদা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছিলেন।

ওআ/