ন্যাভিগেশন মেনু

তেলেগুর পর দেশি সিনেমায় প্রধান চরিত্রে মেঘলা মুক্তা


ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার সিনেমার নায়িকা হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন বাংলাদেশের মডেল, অভিনেত্রী মেঘলা মুক্তা। তার অভিনীত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ নামের সিনেমাটি ২০১৯ সালে দক্ষিণ ভারতের দেড়শটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।

এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেন মেঘলা মুক্তা। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘পায়ের ছাপ’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।

মেঘলা মুক্তা বলেন, ‘বাংলাদেশের অনেকগুলো ছবি অভিনয় করেছি। এমন নয় যে ছবিগুলোতে আমার চরিত্র গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ করেছি।

জানা গেছে, ‘পায়ের ছাপ’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নারীকেন্দ্রিক গল্পের ছবিটির কাহিনি এগিয়েছে একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়ে। আর এই নারীর চরিত্রে দেখা যাবে মেঘলাকে।

মেঘলা দেশীয় চলচ্চিত্রে প্রথম দৃষ্টি কাড়েন শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ অভিনয় করে। এতে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

ওআ/