ন্যাভিগেশন মেনু

দক্ষিণাঞ্চলের ইলিশে সরগরম চাঁদপুর মাছঘাট


দক্ষিণাঞ্চলের ইলিশে সরগরম চাঁদপুর মাছঘাট। চাঁদপুর মাছঘাটে এমনই দৃশ্য দেখা যায়। পদ্মা-মেঘনায় এবার ভরা মওসুমে ইলিশ না পাওয়ায় সাগর মোহনার ইলিশের দখলে এ মাছঘাট।

মাছ ধরার ফিশিংবোটের ওপর নির্ভর করেই সরগরম থাকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। যেদিন একসঙ্গে ১০-১২ টি ফিশিংবোট এবং সড়কযোগে ট্রাক-পিকআপ বোঝাই হয়ে ইলিশ মোকামে আসে, সেদিন দাম কমে।

অপরদিকে যেদিন ফিশিংবোট ঘাটে না ভিড়ে, সেদিন দাম বাড়ে। গত ৫-৬ দিন ধরে ইলিশবাহী ফিশিংবোট বেশি আসায় ইলিশের দাম তুলনামূলক কম।

সরেজমিনে চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা যায়, হাতিয়া থেকে আনা পিকআপভর্তি বেপারীদের ইলিশ আড়তে তোলা হচ্ছে। মাছের চাপ কম থাকায় মণপ্রতি ইলিশের দাম ৩-৪ হাজার টাকা বেড়েছে।

এমআইআর/এডিবি