ন্যাভিগেশন মেনু

দামুড়হুদায় এক গাভীর দুই বাচ্চা প্রসব


ছাগলের সাধারণত দুই থেকে পাঁচটি বাচ্চা প্রসবের নজির আছে। তবে গরুর ক্ষেত্রে একসঙ্গে একাধিক বাচ্ছা জন্মদান বিরল ঘটনাই বলা চলে। 

শুক্রবার (১১ জুন) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় একসঙ্গে একটি গাভীর দুইটি বকনা বাছুর জন্মের খবর পাওয়া গেছে।

কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থান পাড়ার আব্দুল মান্নান প্রান্তিক বর্গাচাষী। অন্যের সামান্য জমি চাষ ও বাড়িতে একটি উন্নত জাতের (ভারতীয় গির জাতের) গাভী পালন করেই তার সংসার চলে।

গাভীটিকে ঘিরেই তার স্বপ্নপূরণের যতো আকাঙ্খা। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে কিছু টাকা জমিয়ে বড় কোনো কাজ করবেন বলে তার মনে আশা। তার সে স্বপ্ন উবে যায়নি। বরং গাভীটি আশীর্বাদ হয়ে তাকে উপহার দিয়েছে একসঙ্গে দুটি বাচ্চা। 

গত মঙ্গলবার সন্ধ্যায় একসঙ্গে দুটি বাছুর প্রসব করে গাভীটি।

একসঙ্গে দুটি বাছুর প্রসব করায় সদ্যাজাত মা-সন্তানদের দেখতে মান্নানের বাড়িতে ভিড় জমিয়েছে প্রতিবেশীরা।

গাভীর মালিক আব্দুল মান্নান জানান, 'ভারতীয় গির জাতের একটি গাভীকে কৃত্রিম প্রজনন করাই। আমি ও আমার স্ত্রী দুজনেই গাভীটিকে সন্তানের মতো করে দেখভাল করি। পেটে বাচ্চা আসার পর থেকেই আমরা তার সেবাযত্ন করি বেশি করে। আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে।'

এসকে/এডিবি/