ন্যাভিগেশন মেনু

রাষ্ট্রীয় পুরস্কার পেলেন চিরিরবন্দরের কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান কৃষিখাতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।

শনিবার (৩০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তার কাজের স্বীকৃতিস্বরূপ এবার বঙ্গন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ এ ভূষিত করেন।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে মাহমুদুল হাসান ২০১১ সালে চাকুরি জীবন শুরু করেন।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চা চাষ, পোকা দমনে লাইভ পাচিং, ভার্মি কম্পোস্টের ব্যবহার বৃদ্ধি করে পরিবেশবান্ধব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন তিনি। তার অনুপ্রেরণায় উপজেলায় ১৪২৪ সালে ব্রি-৩৪ সুগন্ধি ধানের আবাদ তিনগুন বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৮৬১ হেক্টর উন্নীত হয়েছে।

এ ছাড়াও চিরিরবন্দর উপজেলার প্রায় ৭৮ হাজার কৃষককে আধুনিক কৃষি বিষয়ে প্রশিক্ষিত করেছেন তিনি। উপজেলার বিভিন্ন জায়গায় রোপন করেছেন ৭ হাজার ৮২৫টি তালবীজ, ২৬ হাজার ২১৮টি ফলদ বৃক্ষ এবং ২ হাজার ১৯৩টি ঔষধি গাছের চারা।

বিশেষ কর্মসূচির আওতায় দেশিয় ফল ও সবজি চাষের সম্প্রসারণে দুটি গ্রামকে আমড়া গ্রাম ও সবজি চাষে শতভাগ সফলতা দেখিয়েছেন। 

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন কৃষিক্ষেত্রে তিনি আরও ভাল কিছু করতে পারেন।

এএস/সিবি/এডিবি/