ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে রেলওয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরির্দশনে উপসচিব


বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদশন করেছেন বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদুল ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপ-সচিব এ উন্নয়নমূলক কার্যক্রম পরির্দশন করেন।

এ সময় জাহিদুল ইসলাম বলেন, ‘টিকিট বিষয়ে কোন সমস্যা হলে কর্ত্যবরত স্টেশন মাষ্টার-স্টেশন সুপারিনটেনডেন্ট অথবা ট্রেনের ভিতর থাকা গার্ড বইয়ে লিপিবদ্ধ করতে হবে। যাত্রী সেবায় কোন প্রকার হয়রানি বা অবহেলা বরদাস্ত করা হবে না।’

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী মকবুল হোসেন বলেন, তদারকি থাকায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। আগে টিকিট পেতে ও ট্রেনের ভিতর মলমপার্টি চোরসহ উপচেপড়া ভিড়ে ঢাকা যেতে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতো। বর্তমানে সে সকল সমস্যা নেই বললেই চলে।’

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান, স্টেশন মাষ্টার নার্গিস প্রামানিক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ)। বাংলাদেশ নিরাপত্তা বাহিনী (আরএনবি) এসআই মোঃ সারোয়ার হোসেন প্রমূখ।

এমএএস/এমআইআর/এডিবি