ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে স্ত্রীকে মাটিতে পুঁতে হত্যাকারী স্বামী আটক


দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নে বনের পাশে গভীর নলকুপের ড্রেনে স্ত্রীকে জীবন্ত পুঁতে হত্যাকারী আব্দুর রউফকে (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) বিকেলে তার জবানবন্দি রেকর্ডের জন্য দিনাজপুর আদালতে পাঠিয়েছে।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, উপজেলার নয়ানী খোশালপুর (দরগাপাড়া) গ্রামের উত্তর পাশে গভীর নলকুপের ড্রেনে মানুষের হাত দেখে স্থানীয়রা পুলিশকে জানালে বুধবার (৯ জুন) বিকেলে ড্রেন খুড়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখমণ্ডল পোড়া ও বিকৃত ছিল এবং শরীরের অন্যান্য অংশ অর্ধগলিত ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, উদ্ধার করা মরদেহ নয়ানী খোশালপুর (আদর্শ গ্রামের) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফের (৪০) চতুর্থ স্ত্রী হাসিনা বেগম ওরফে সুমির (২২)।

তিনি আরও জানান, 'ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আব্দুর রউফকে বৃহস্পতিবার আটক করে। পুলিশ রউফকে ঘটনাস্থলে নিয়ে গেলে সে উপস্থিত সকলের সামনে জানায়, নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে সুমির সাথে এক বছর আগে গোপনে তার বিয়ে হয়। কয়েকদিন আগে কন্যা সন্তান জন্ম দেওয়া সুমি স্বামীর বাড়িতে তুলে নেওয়ার জন্য রউফকে চাপ দিলে তাদের মাঝে বিরোধ বাঁধে। এতে সুমি নিজের গায়ে আগুন ধরিয়ে দিলে স্বামী রউফ স্ত্রী সুমিকে হাসপাতালে না নিয়ে গভীর নলকুপের ড্রেনে সুমিকে জীবন্ত পুঁতে রাখে। তবে সুমির সদ্যপ্রসূত কন্যা সন্তানটি কোথায় আছে তা সে জানায়নি।'

এএস/সিবি/এডিবি/