ন্যাভিগেশন মেনু

দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: বাসচালক কারাগারে


সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি বাসচালক শহীদ মিয়ার তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শহীদ মিয়ার আমল গ্রহণকারী আদালত দিরাই জোনের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন জানান, বাসচালক শহীদ মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, বাসে সিলেটে বোনের বাড়ি থেকে গত শনিবার সন্ধ্যায় দিরাই আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে বাসে অন্য কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন ওই ছাত্রী।

এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ওয়াই এ/ওআ