ন্যাভিগেশন মেনু

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আসছে মৃদু শৈত্যপ্রবাহ


দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে তথ্যে আরও জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিন রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ।

সিবি/এডিবি