ন্যাভিগেশন মেনু

দৈনিক উত্তরার সম্পাদক অধ্যাপক মহসীন আর নেই


দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক অধ্যাপক মো. মহসীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউল)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ বিষয়ে দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদকের ছেলে আহমেদ জাকি সুমন জানান, ‘তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন এবং দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন।

দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদকের মৃত্যুতে সাংবাকিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পত্রিকারটির বার্তা সম্পাদক মোঃ ইদ্রিস আলী, দৈনিক উত্তরার ইউনিট প্রধান ও চিফ রিপোর্টার আব্দুস সালাম। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অধ্যাপক মোঃ মহসীন ১৯৪১ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। এরপর তিনি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ১৯৭৩ সালে উত্তরবঙ্গে সবচেয়ে পুরাতন ও প্রথম পত্রিকা ‘দৈনিক উত্তরা’ পত্রিকার সম্পাদনা শুরু করেন।

অধ্যাপক মো. মহসীন সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা ও নিয়মিত কলাম লিখতেন।

অধ্যাপক মহসীনকে প্রথম জানাজা রামনগর, এরপর দিনাজপুর প্রেসক্লাব, কালিতলা এবং শিকদারগঞ্জ শিকদারহাটে তৃতীয় জানাযা শেষে বিকেলে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এএস/এমআইআর/এডিবি