ন্যাভিগেশন মেনু

নাঈমকে নিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের


টানা দুই ওয়ানডে জিতে লঙ্কানদের বিরুদ্ধে ইতোমধ্যে স্মরণীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচ সামনে রেখে ওয়ানডে দলে বাড়তি উদীয়মান বা-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )। 

বুধবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

গত দুই ম্যাচের জন্য ঘোষিত দলের সঙ্গে ছিল চার জন স্ট্যান্ডবাই খেলোয়াড়। সেখানে ছিলেন নাঈম শেখসহ তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

ধারণা করা হচ্ছে সিরিজের শেষ ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে নাঈম শেখকে। এর কারণ অবশ্য লিটন দাসের গত দুই ম্যাচে বাজে পারফর্ম। প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে দারুণ শুরুর পরও ২৫ রান করে ফেরেন সাজঘরে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

ওআ/