ন্যাভিগেশন মেনু

নাটোরে মাসব্যাপী বিসিক ঐক্য স্বাধীনতা মেলা শুরু


নাটোরে মাসব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ঐক্য স্বাধীনতা মেলা।

শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়ার অ্যান্ড লেদার গুডস এর সার্বিক সহযোগিতায় দত্তপাড়া বিসিক শিল্পনগরীতে এই মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোশতাক হাসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, বিসিক নাটোরের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি, বিসিক সমবায় সমিতি নাটোরের সভাপতি প্রদীপ কুমার আগরওয়াল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল বলেন, বিসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া শিল্প। এই বিভিন্ন উন্নয়নমূখী প্যাকেজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পোয়ন্নয়নে ভূমিকা রেখেছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে চলছে। অর্থনৈতিক অগ্রগতির জন্য সরকার বিশেষভাবে শিল্পায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

নাটোরে শিল্প পার্ক গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, 'ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়ন করতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা শিল্প বিপ্লব ঘটাতে কাজ করে যাচ্ছেন। এতােদিন উন্নত প্রযুক্তির কারনে বাংলাদেশে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। শেখ হাসিনা বিভিন্ন ধরনের শিল্প প্যাকেজের কারনে উদোক্তারা স্বর্ণযুগে প্রবেশ করেছে। আগামীতে ২ কোটি কর্মসংস্থান এবং ২-১ কোটি উদ্যেক্তা তৈরীর টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে।'

কেআর/ ওয়াই এ/এডিবি