ন্যাভিগেশন মেনু

নানা আয়োজনে নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনাসভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার।

রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। একই সময় নোয়াখালী পৌরসভা কার্যালয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে বেলায় ১১টা শহরের বালুর মাঠে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিকে বিকাল ৩টায় সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে শহর আওয়ামী লীগের একাংশ আলোচনাসভার আয়োজন করেছে।

এছাড়া, ৭ মার্চ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সরকারি দপ্তরগুলো নানা কর্মসূচির আয়োজন করেছে।

সিবি/এডিবি