ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ আটক ২


নারায়ণগঞ্জের মদনপুরে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো - মোঃ সোহরাব হোসেন (২৮) ও মোঃ রাসেল মাহাবুব (২৭)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। 

র‌্যাবে-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীরা চলমান লকডাউনে পণ্যবাহী ট্রাকের অবাধ চলাচলের সুযোগ কাজে লাগিয়ে ট্রাকচালক ও হেলপারের ছদ্মবেশে গাঁজা পরিবহন করছিলো। তারা গাঁজার একটি বড় চালান নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী ট্রাক তল্লাশি করতে থাকে। একপর্যায়ে রাত দেড়টায় ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএইচএস/ ওয়াই এ/এডিবি/