ন্যাভিগেশন মেনু

নারী দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনাসভা


বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউস এর আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে  “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্য নিয়ে বগুড়া শহরে ট্রাক র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

লাইট হাউস-এর প্রধান নির্বাহী মো: হারুন-অর-রশিদের সভাপত্বিতে অনুষ্ঠানে বগুড়া আইন কলেজের অধ্যক্ষ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুর রাজ্জাক, লাইট হাউসের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এএসবি/ ওয়াই এ/এডিবি