ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু


নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদেরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরও নতুন করে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ৩০ দশমিক ৩৮ভাগ।লকডাউনেও কমছে না জেলায় শনাক্তের হার। গত এক সপ্তাহে শনাক্তের হার ৩০ ভাগের ওপরে রয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে করোনা শনাক্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ বলেন, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিন ১০জন নারীসহ নতুন করে ১৭জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৪ জন। এদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশংকাজনক, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন।

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, জেলার তিনটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায়  ৮২৬টি নমুনা পরীক্ষা করে ৫৭৫ জনের নেগেটিভ ও ২৫১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ১০৩ জন। যারমধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১৬০ জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি জেলা সদর উপজেলায় ৭১ জন, বেগমগঞ্জে ৪৯ জন, কবিরহাটে ৩৬ জন ও কোম্পানীগঞ্জে ২৯জন রয়েছেন।

ডিএ/এসএ/এডিবি/