ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে পালিয়ে যাওয়ার সময় ৮ রোহিঙ্গা আটক


নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৫ শিশু, ২ নারী ও এক পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৪ আগস্ট) সকালে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়।

আটকরা হলো, বদি আলমের স্ত্রী রামিদা (২৯), সন্তান রোকসানা আক্তার (৭), ওমর ফারুক (৫), রুবিনা আক্তার (৫), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), জিগারের স্ত্রী রোকেয়া (২২), মেয়ে রোজিনা (২) ও ছেলে শাহেদ (২)। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এসে একটি অটোরিকশায় চড়ে ৮ জন। পরে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জানানো হয়। তাদের মাধ্যমে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে শনিবার সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরে উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌকা।

এএস/সিবি/এডিবি/