ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে গমের বাম্পার ফলন


পঞ্চগড়ে গমের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায় চলতি মৌসূমে পঞ্চগড়ে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৩শত হেক্টর। তদ্মধ্যে অর্জিত হয়েছে ১৯ হাজার ৩৫০ হেক্টর। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে চাষীরা ক্ষেতের ফসল কাটা শুরু করবে। পঞ্চগড়ের  ৫টি উপজেলায় এমৌসূমে বারি ৩০ ও ৩৩  জাতের গম বেশি  চাষাবাদ হয়েছে। 

এছাড়া বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত গমের জাত ১, ২  ও ৩  উৎপাদন ও ফলন ভাল হয়েছে। তবে বারি ৩৩ জাতের গমের বাপ্পার ফলন হয়েছে। চাষীরা মনে করেন প্রতি একরে ৪০ থেকে ৪৫ মণ করে ফসল পাওয়া যাবে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের গম চাষী আব্দুল লতিফ জানান ১ একর জমিতে ১৫ জাতের গম চাষাবাদ করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে। ইতোমধ্যে গমের ক্ষেতে সবুজ থেকে সোনালী আবরণে পাকা শুরু হয়েছে। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারব। এই চাষী জানান ১ একর জমিতে গম চাষাবাদে তার খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। গম চাষাবাদে তেমন রোগ বালাই নেই। তবে ইঁদুরের উপদ্রব আছে। বর্তমানে বাজারে প্রতিমণ গম ১৩ শত থেকে ১৫শত  টাকা দরে বিক্রি হচ্ছে। এতে খরচ বাদ দিয়ে একরে ২০ টাকা লাভ হবে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  প্রশিক্ষণ অফিসার মো. নইমুল হুদা সরকার বলেন, এবছর গম চাষের জন্য আবহাওয়া অনুকূলে ছিল এবং তেমন কোন রোগ বালাই না থাকায় ফলন ভাল হয়েছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে গম কাটা-মাড়াই শুরু হবে। আশা করি কৃষকরা এবছর গমের ভাল দাম পাবে।