ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়-১ আসনে বিপুল ভোটে জিতেছেন নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়-১ আসনে বিপুল ভোটে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী  মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা।

রবিবার  (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।

পঞ্চগড়-১ আসনটি পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মশিউর রহমান বাবু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) আবদুল ওয়াদুদ বাদশা ও মুক্তিজোটের আবদুল মজিদও নির্বাচনে অংশ নিয়েছেন।

নাঈমুজ্জামান মুক্তা বলেন, তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। তিনি পঞ্চগড়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

৭ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র ও দেশের জনগণের বিজয় উল্লেখ করে তিনি এ আসন থেকে তাকে নির্বাচিত করায় ভোটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ আওয়ামী লীগকে ব্যাপক সমর্থন দিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদে এমপি নির্বাচিত হওয়ায় নাঈমুজ্জামান মুক্তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোস্ট পরিবার। দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক আ স ম এ খালেক ও নির্বাহী সম্পাদক দুর্জয় রায় এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ পোস্টের যুগ্ম সম্পাদক নাইমুজ্জামান মুক্তার জয়ে বাংলাদেশ পোস্ট পরিবার খুশি।

 নাঈমুজ্জামান মুক্তার পিতার নাম আব্দুল খালেক ভুঁইয়া এবং মাতার নাম নুরজাহান ভুঁইয়া। তাঁর শ্বশুর কাজী মাহবুব একজন বীর মুক্তিযোদ্বা এবং শাশুড়ী ফরিদা আকতার হীরা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী কাজী মৌসুমী বাংলাদেশ সেনা বাহিনীর একজন উর্ধতন কর্মকর্তা হিসেবে অবসর শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন। এছাড়া তিনি রাওয়া ক্লাবের নির্বাহী কমিটি সদস্য ছিলেন।