ন্যাভিগেশন মেনু

পর্নের ব্যবসায় শরলিন চোপড়া-পুনমের পাণ্ডের নাম


পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। আর মহারাষ্ট্রের সাইবার সেলকে পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া জানিয়েছেন, রাজের হাত ধরেই তারা পর্ন ফিল্ম তৈরির জগতে পা রেখেছিলেন।

পুলিশ জানায়, এ ছাড়াও একাধিক তথ্য রয়েছে পুলিশের হাতে। তবে, সেসব নিয়ে এখনই কথা বলতে রাজি নন তারা।

পর্ন ফিল্ম তৈরির সঙ্গে বহু দিন ধরেই নাকি যুক্ত বলিউড শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে মুম্বই পুলিশের।

পুলিশ জানায়, গত ফেব্রুয়ারিতেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি প্ল্যাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। উমেশ কামাথ নামে এক জনকে গ্রেপ্তারের পর গোটা বিষয়টি সামনে আসে।

ইংল্যান্ডে থেকে ব্যবসা চালাচ্ছিলেন উমেশ। তিনি এর আগে রাজের কোম্পানিতে কাজ করতেন।

এই বছরের শুরুতেই অভিনেত্রী গহেনা বশিষ্ঠ-সহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই এই মামলার তদন্ত চালাচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

জানা যায়, গহেনার ইমেইলে একাধিক নীল ছবির ভিডিওর সন্ধান পাওয়া গেছে। বেশিরভাগ ছবিই পাঠানো হতো যুুক্তরাষ্ট্রে। একটি ছবির জন্য নেওয়া হতো দু্ই থেকে আড়াই লাখ টাকা।

মুম্বই পুলিশের কমিশনার হেমন্ত নাগরালে জানিয়েছেন, ‘এই চক্রের মূল মাথা রাজ কুন্দ্রা’।

এর আগে সোমবার (১৯ জুলাই) রাতে পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। 

মুম্বই পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। এই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রাজ কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত ৮টা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।

এডিবি/