ন্যাভিগেশন মেনু

পাচারকালে বেনাপোলে ৩০ কেজি ইলিশ আটক


যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় ৩০ কেজি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটক কৃতরা হলো- পুটখালী গ্রামের আনার আলীর ছেলে আরফিন (১৯) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২২)।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ পুটখালী বাজারের পাশে অভিযান চালান।সেখান থেকে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে আটক করে পুলিশ।

আরো পড়ুনঃ

ঝাঁকে ঝাঁকে ইলিশ ভোলার মৎস্যজীবী পাড়ায় খুশীর বন্যা

তিনি বলেন, তারা ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিল। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সিবি / এস এস