ন্যাভিগেশন মেনু

পি কে হালদারের ঠিকানা জানিয়েছে কানাডার সরকার


বাংলাদেশ থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের কানাডার হোল্ডিং নম্বর বাংলাদেশ সরকারকে জানিয়েছে কানাডার সরকার। এখন ইন্টারপোল যে কোনো দিন তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রবিবার (৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট পুলিশ প্রধানের পক্ষ থেকে সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তারই ধারাবাহিকতায় আজ আদালতকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম জানায়, যেকোনো দিন পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে। সেটা দুই একদিন এমনকি আজও হতে পারে।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চের কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তথ্য জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানিয়েছেন রেড অ্যালার্ট জারি করলে পৃথিবীর ১৯৪টি দেশের যে কোনো দেশেই পি কে হালদার থাকুক না কেন, তা জানা যাবে। তবে, কানাডায় তার একটি ঠিকানা পাওয়া গেছে।

আদালতে আজ রাষ্টপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারি অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

আগামী (৫ জানুয়ারি) মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির হবে।

গত ৯ ডিসেম্বর সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান হাইকোর্ট। ৩ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়।

এডিবি/