ন্যাভিগেশন মেনু

পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ, জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরোদ্দিনকে সরকারি নীতিমালা উপেক্ষা করে পুকুর খনন করার নামে ইটভাটায় মাটি বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ মে) বেলা ১২টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শ্রমিকরা। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে একটি মাটি খনন করার যন্ত্র এস্কেভেটরসহ মাটিভর্তি দুটি ট্রাক্টর জব্দ করেন।

জীবননগর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন খান সরকারি অনুমতি ছাড়াই ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়া বিলের মাঠে পুকুর খননের নামে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলন করে পেয়ারাতলার মা-বাবা ইটভাটায় বিক্রি করছিলেন।

ভ্রাম্যমান আদালত এবং এলাকাবাসী আরও জানায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০-১২টি মাটিবোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে গ্রামের ভেতর দিয়ে যাওয়া আসা করতো। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করার জন্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন  রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অপরদিকে শনিবার দুপুরে ইটভাটায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে একই আইনে উথলী গ্রামের আতিয়ার রহমানের ছেলে আমিনুর রহমানকে ১৫ হাজার টাকা এবং বাঁকা গ্রামের মকছেদ বিশ্বাসের ছেলে ট্রাক্টর চালক ফরহাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসকে/সিবি