ন্যাভিগেশন মেনু

পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ সলোমন দ্বীপপুঞ্জে


দৈত্যাকার ব্যাঙ, যা কি-না একটি সদ্যোজাত মানবশিশুর সমান। বিরল এই ব্যাঙের সন্ধান মিলেছে সলোমন দ্বীপপুঞ্জে। বিশালাকৃতির এই ব্যাঙের ওজন প্রায় এক কেজি। স্থানীয় একটি শিশু শূকর শিকার করতে গিয়ে ব্যাঙটিকে ধরেছে।

এই বিরল আকৃতির ব্যাঙটিকে বিশ্বের সর্ববৃহৎ ব্যাঙ বলে দাবি করা হয়েছে। এটি প্রায় ১০ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় ২.২ পাউন্ড। 

৩৫ বছরের জিমি হুগো ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি এখনও পর্যন্ত দেখা সব চেয়ে বড় ব্যাঙ। এটাকে দেখতে মানবশিশুর আকারের। হনিয়ারা নামের একটি স্থানীয় শিশু বুনো শূকর শিকার করার সময়ে এই ব্যাঙটির খোঁজ পায়।’

জিমি হুগো ব্যাঙ ও বাচ্চাটির একটি ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে লেখেন, স্থানীয় একটি শিশু ব্যাঙটি শিকার করেছে, যেটা বাচ্চাটির উচ্চতার প্রায় অর্ধেক।

ডেইলি মেইলের সঙ্গে আলাপচারিতায় জিমি হুগো বলেন,, সলোমন আইল্যান্ডের স্থানীয় বাসিন্দারা ব্যাঙকে 'বুশ চিকেন' বলে।

এই ব্যাঙটি কীভাবে ধরা হয়েছে? তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একটি কুকুর প্রথমে ব্যাঙটিকে দেখতে পায়। কুকুরটি ব্যাঙটিকে নিয়ে খেলা করছিল। দুর্ভাগ্যক্রমে দৈত্যাকার ব্যাঙটি মারা যায়। পরে ওই হনিয়ারা নামের বাচ্চাটির পরিবার ব্যাঙটি রান্না করে খেয়ে ফেলেছিল।

তবে হুগো বলেছেন, এর পরেরবার যদি এমন দৈত্যাকার ব্যাঙের দেখা মেলে তাহলে সেটা জীবিত অবস্থায় সংরক্ষণ করা হবে।

অস্ট্রেলিয়ান যাদুঘরের এম্ফিবিয়ান এবং সরীসৃপ সংরক্ষণ জীববিজ্ঞানের কিউরেটর জোডি রাওলির মতে, ব্যাঙটি যথেষ্ট বয়স্ক। তিনি বলেন, সচরাচর এতো বড় আকারের ব্যাঙ হয় না। এটা অস্বাভাবিক।

তিনি আরও বলেন, এতো বড় ব্যাঙ তিনি কখনও দেখেননি। শর্টল্যান্ড আইল্যান্ডে এই প্রজাতির ব্যাঙ দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, সলোমন দ্বীপপুঞ্জে পাওয়া ব্যাঙটি এই প্রজাতির হতে পারে। শর্টল্যান্ড আইল্যান্ডের ব্যাঙগুলি সাধারণত ১৩ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ওজন ৭.২ পাউন্ড পর্যন্ত হয়।

এডিবি/