ন্যাভিগেশন মেনু

পোড়াদহে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি


দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী বিরতিহীন আন্তনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ কুষ্টিয়ার ভেড়ামারা ও পোড়াদহ জংশনে যাত্রাবিরতি করবে।

যার ফলে যাত্রীরা পোড়াদহ জংশন থেকে ওঠা-নামা করতে পারবেন ।

আগামী শুক্রবার (১০ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের সুবিধা হবে। প্রায় পাঁচ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে।

অপরদিকে বেনাপোল হয়ে ভারতগামী ও দেশে ফেরত আসা যাত্রীরাও সুবিধা পাবেন।

পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভেড়ামারা ও পোড়াদহ ষ্ট্রেশনে এসি কামরা বাদে সব ধরনের আসনের টিকেটের ব্যবস্থা থাকবে।

এছাড়া অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকেট কাটার সুবিধা রাখা হয়েছে।

ওয়াই এ / এস এস