ন্যাভিগেশন মেনু

প্রণোদনা প্যাকেজ সম্প্রসারণের পরামর্শ অর্থনীতিবিদরের


করোনাভাইরাস পরিস্থিতির কারণে অর্থনীতিবিদরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ সম্প্রসারণ ও মেয়াদ বৃদ্ধিতে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘প্রণোদনা প্যাকেজ সম্প্রসারিত এবং মেয়াদ বাড়ানোর কথা বলেছেন অর্থনীতিবিদরা। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করবো, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, ‘অর্থনীতিবিদরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের টিম নিয়ে বসবো, বসে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবো। তাদের পরামর্শগুলো এখনো আমাদের কাছে পারমর্শ হিসেবেই আছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এখন যে ক্রাইসিসটা আমাদের আছে, এটি কোনো একটি দেশের ক্রাইসিস নয়, সারাবিশ্বের ক্রাইসিস। এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস মোকাবিলা করার জন্য আমরা পরিকল্পনা অনুযায়ি কাজ করবো ‘

এমআইআর/এডিবি/