ন্যাভিগেশন মেনু

ফাল্গুনের সাজসজ্জা যেমন হবে


দখিণা হাওয়া আর বাতাসে আমের মুকুলের ঘ্রাণ জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে। সেই সাথে আনন্দের আরও এক মাত্রা যোগ হচ্ছে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে একই সাথে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুইটি বিশেষ দিন একইসঙ্গে। বাঙালি বেশ ঘটা করেই বরাবর উদযাপন করে আসছে পয়লা ফাল্গুন।

বসন্ত মানেই রঙের ছড়াছড়ি। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠার আনন্দময় প্রস্তুতি এখন প্রকৃতি জুড়ে। তাইতো ঋতুরাজ বসন্তকে আপন করে নিতে পয়লা ফাল্গুনে বাঙালি সাজে নতুন সাজে।

আসুন জেনে নেই ফাল্গুনের সাজসজ্জা যেমন হবে-

মুখের মেকআপ:

মেকআপ করতে চাইলে প্রথমে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। তাহলে ত্বক মেকআপের উপযোগী হবে। এরপর ভালো মানের ফেস সিরাম ব্যবহার করে ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন। ফাল্গুনের উৎসব দিনের বেলাতেই হয়ে থাকে। তাই মেকওভার লম্বা সময় পর্যন্ত স্থায়ী করতে মেকওভারের আগে প্রাইমার লাগিয়ে নিন। এরপর ফাউন্ডেশনের সঙ্গে মিলিয়ে নিন কয়েক ফোঁটা সিরাম। এই মিশ্রণটি মুখমণ্ডলে মসৃণভাবে লাগিয়ে নিলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। এরপর হালকা করে ফেস পাউডার দিন। শেড বাছাই করুন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে।

চোখের সাজ:

চোখের সাজের জন্য ব্যবহার করুন উজ্জ্বল রংগুলো - যেমন ব্রাউন, গোল্ডেন, কপার, সোনালি বাদামি, লালচে সোনালি ইত্যাদি রঙের আইশ্যাডো। এরপর চোখে মোটা করে কাজল লাগান এবং চোখের পাপড়িতে মাশকারা লাগান। ব্যাস, হয়ে গেলো চোখের সাজ।

চুলের সাজ:

আপনি যদি চুল খোলা রাখতে পছন্দ করেন তাহলে ব্লো ডাই, আয়রন বা স্পাইরাল রোল করে চুল ছেড়ে রাখতে পারেন। চুলের এক পাশে ক্লিপ দিয়ে তাজা ফুল গুঁজে দিতে যেন না ভুলে যান। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন।

শাড়ি পরলে শাড়ির সাথে চুলে খোঁপা বা বেণী করলে বেশি ভালো লাগে। গাঁদা বা বেলি ফুলের মালা দিয়ে জড়িয়ে নিন আপনার বেণীটি। আবার ছোট ছোট ফুল বসিয়ে দিতে পারেন পুরো বেণীতে। খোঁপা করলে খোঁপার একপাশে দিতে পারেন বড় একটি ফুল যেমন জারবেরা বা গোলাপ ইত্যাদি। আবার ফুলের মালা দিয়েও জড়িয়ে নিতে পারেন আপনার খোঁপাটি।

ফুলের সাজ:

ফুলের সাজ বলতে, অনেকে গয়না হিসাবে ফুলকে বেছে নেন। সেক্ষেত্রে কানের দুল, গলায় মালা, মাথায় প্রিন্সেস ব্যান্ড বা চুলের সাজে ফুল কিংবা হাতে মালা পেঁচিয়ে নেওয়া যায়। তবে প্রাধান্য পাবে গাঁদাফুল, বেলি, গন্ধরাজ, গোলাপ, জারবেরা ইত্যাদি। বাসন্তী রঙের কারণে পহেলা ফাল্গুন গাঁদা ফুলের সাজকে সবাই বেশি পছন্দ করে।

গয়না:

যেহেতু সাজ পোশাক সম্পূর্ণই হালকা তাই গয়নাটা ও হালকা মানের দেশীয় গহনাগুলো বেছে নিন। সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবির সাথে মাটি, কাঠ কিংবা মেটালের দুল পরুন। গলায় কিছু না পরাটাই ভালো। হাত ভর্তি চুড়ি পড়ুন। হাতের জন্য বেছে নিন কাঠ, মাটি, মেটাল বা কাঁচের রেশমি চুড়ি। শাড়ি পরলে গলায় পরতে পারেন লম্বা পুঁতির মালা।

সবশেষে, কপালে পড়ুন বড় একটি লাল টিপ বা কুমকুম দিয়ে ডিজাইন করে টিপ এঁকে নিতে পারেন। আপনার সাজে স্নিগ্ধতা আনতে ঠোঁটের জন্য বাছাই করুন হালকা রঙের লিপস্টিক। সাজে সজীবতা ধরে রাখতে ব্যবহার করুন হালকা সুগন্ধি।

টিপস:

মেকআপ তোলার পর চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

দিনে বারবার মেকআপ না করে আগের মেকআপটাই একটু ঠিকঠাক করে নিতে পারেন।

অনেক সময় ত্বক ঘেমে মেকআপ নষ্ট হতে পারে। ঘাম হলে ভেজা স্পঞ্জ বা ওয়েট টিস্যু দিয়ে চেপে চেপে ত্বক মুছে ফেলুন।

যাদের বাইরে ঘোরাঘুরি করার পরিকল্পনা আছে তারা হাই হিল ব্যবহার করা থেকে বিরত থাকুন। একেবারে ফ্ল্যাট না চাইলে পরতে পারেন সেমি ফ্ল্যাট জুতো।

এস এ/এডিবি