ন্যাভিগেশন মেনু

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্সে রেকর্ড, বৃদ্ধি সাড়ে ২২ শতাংশ


ফেব্রুয়ারি মাসে রেকর্ড ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে পাঠিয়েছিলেন ১৪৫ কোটি ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩৩ কোটি ডলার বা ২২ দশমিক ৬১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ডলার।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘গত বছরের একই সময়ে প্রবাসীদের রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ডলার। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৪.০২ বিলিয়ন বা ৪ হাজার ৪০২ কোটি ডলার ছাড়িয়েছে।’

এমআইআর/ওআ