ন্যাভিগেশন মেনু

ফের হাসপাতালে বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার


ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। রবিবার (৬ জুন) মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দিলীপ কুমারের স্ত্রী সায়না বানু বলেন, ‘আপাতত খারের নন-কোভিড হিন্দুজা হাসপাতালে চিকিৎসা চলছে। কী কারণে শ্বাসকষ্ট শুরু হলো, তা জানতে রক্তপরীক্ষা ও অন্যান্য টেস্ট করানো হয়েছে।’

অন্যদিকে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অভিজ্ঞ চিকিৎসক নিখিল গোখলে এবং জালিল পার্কারের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা। গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ডও। ভারপ্রাপ্ত চিকিৎসকেরা আপাতত দিলীপ কুমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাঁরা রিপোর্ট পাঠালে এ নিয়ে বিশদে জানানো হবে বলে পরিবার সূত্রে খবর।

উল্লেখ্য, গত মাসেও তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। সেবার অবশ্য দু’দিনের মধ্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পরেই বাড়ি ফিরে এসেছিলেন তিনি।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন।

তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তাঁর দুই ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহেসান খান (৯০)-কে।

ওআ/