ন্যাভিগেশন মেনু

বগুড়ায় করোনায় ও উপসর্গে ২০ জনের মৃত্যু


বগুড়ায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃত ৬ জনের মধ্যে ২ জন বগুড়ার এবং বাকি ৪ জন অন্য জেলার।

মঙ্গলবার (১৩ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মৃত ব্যক্তিরা হলেন, নওগাঁর ইসমাইল (৬০) ও জাহানারা (৬০), জয়পুরহাটের রাবেয়া (৬০), বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম (৪৮), সদরের রুমানা বেগম (৩৮) এবং জয়পুরহাট জেলার একজন। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়ায় নতুন করে আরও ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০ জন, শেরপুরের ২০ জন, আদমদীঘিতে ১০ জন, সারিয়াকান্দিতে ১০ জন, গাবতলীতে ৮ জন, শাজাহানপুরে ৬ জন, দুপচাঁচিয়ায় ৫ জন, কাহালুতে ৪ জন, ধুনটে ৪ জন, সোনাতলায় ৩ জন, শিবগঞ্জে ২ জন এবং নন্দীগ্রামে ২ জন । এছাড়া একইসময়ে সুস্থ হয়েছেন আরও ১৭৩ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১১ নমুনায় ৬জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৩০৩জনের মধ্যে ৮৯জন করোনায় শনাক্ত হয়েছেন। 

এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৪ নমুনায় ২২জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

 তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭জন এবং  ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৮৯১ জন চিকিৎসাধীন।

এএসবি/সিবি/এডিবি/