ন্যাভিগেশন মেনু

বগুড়ায় জাতীয় যুব দিবস পালিত


‘মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান’ এই শ্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় শহরের তিনমাথায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত সদ্যস্বাধীন দেশ পুনর্গঠনে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি দেশ পুনর্গঠনের কাজে তাদেরকে নিয়োজিত করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

তিনি আরও বলেন, যুবসমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে হবে। যুবসমাজ তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের কল্যানে এগিয়ে আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে শীঘ্রই।

এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক  আবু সাইদ মোঃ কাওসার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর ইসরাফিল হক, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।

এস এ/ওআ