ন্যাভিগেশন মেনু

বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার


বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও আরেক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পৃথক ঘটনা দুটি উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রাম ও সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের।

অভিযুক্ত দুইজন হলেন - বগুড়ার শেরপুরের মৃত মনু মিয়ার ছেলে বেলাল হোসেন। ও শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের বাবলু শেখের ছেলে রাজিব শেখ (৪০)। রাজিব শেখ দুই সন্তানের জনক।

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার তিন সন্তানকে বাড়িতে রেখে তাদের বাবা মা গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যায়। ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বেলাল রাত ১০টার দিকে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এরপর পঞ্চম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর পাশে থাকা অপর দুই ভাই বেলাল হোসেনের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করলে লুঙ্গি ফেলে পালিয়ে যান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই ছাত্রীর বাবা বাড়িতে এসে বিষয়টি গ্রামের লোকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

এ বিষয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে সালিশ করা বেআইনী তাই ভুক্তভোগীদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ উপ-পরিদর্শক সিয়াম হাসান বুধবার দুপুরে ধর্ষণচেষ্টাকারী বেলালকে উপজেলার ভবানীপুর বাজার থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভনে গত ১০ অক্টোবর রাজিব শেখ (৩০) ধর্ষণ করে। একইভাবে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজিব আবারও ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকারে রাজিব পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নেতৃত্বে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই আলহাজ উদ্দিনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বুধবার ভোর ৪টার দিকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শেরপুরের জয়লা বটতলা এলাকা থেকে ধর্ষক রজিব শেখকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুটো ধর্ষণের ঘটনা মামলা ও অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান বলেন, উপজেলার পৃথক দুটি ধর্ষণের ঘটনায় রাজিব ও বেলাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ এস/ ওয়াই এ/এডিবি