ন্যাভিগেশন মেনু

বগুড়ায় পাচারকালে দুই ট্রাক সার জব্দ, আটক ৪


বগুড়ার শেরপুরে পাচারকালে দুই ট্রাক ভর্তি ৪০ মেট্রিকটন ইউরিয়া সার জব্দ ও সেই সঙ্গে ট্রাকের দুই চালক ও তাদের দুই সহকারীকে আটক করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) রাত প্রায় ১০টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে র‍্যাবও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডীপুর গ্রামের জামাল উদ্দীন (৩০) ও তার সহকারী একই গ্রামের লিটন কুমার (২৫) এবং একই জেলা-উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৪) ও তার সহকারি নাসির আলী (২৩)।

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে দুইটি ট্রাকে ভরে ও পাচারের উদ্দেশ্যে যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শেরপুর উপজেলার বাসষ্ট্যান্ড এলাকা থেকে সারবোঝাই দুইটি ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকের চালান অনুযায়ী ৪০ মেট্রিকটন সার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ এস বি/ এস এ/ওআ