ন্যাভিগেশন মেনু

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬


একুশের ভোরে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইগাড়ির চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ বাসযাত্রী।

রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে বাস চালক শেরপুরের গোসাইপাড়া এলাকার বাবলু সাহা বাঘা (৫২) এর পরিচয় নিশ্চিত করেছেন পরিবহন মালিক নেতা সেলিম রেজা।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ড্রাইভার-হেলপারসহ ছয়জন নিহত হয়।

পরে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান এই স্টেশন কর্মকর্তা।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরতীগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান আজকের বাংলাদেশ পোস্টকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর একঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত যানবাহন চলাচল শুরু হয়।

এডিবি/