ন্যাভিগেশন মেনু

বন্যার পানি ধেয়ে আসছে ঢাকার দিকে


এমনিতেই করোভাইরাসে জর্জরিত দেশের মানুষ।গত মাস ধরে দেশের মানুষ স্বস্তিতে নেই।

কে কখন আক্রান্ত হন সেইভয়ে তটস্থ মানুষ। তারমাঝে হাজির হলো বন্যা। বন্যা দেশে নতুন কিছু নয়। প্রতিবছর আমরা এর শিকার।

বন্যা কেমন কাঁদায়, তেমনি আবার পলি পড়ে দেশের মাটিকে উর্বরা করে তোলে। মাছের আবাদ বৃদ্ধি পায়।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করলেও বিপদ বাড়ছে ঢাকার।দেশের কিছু মানুষ মাসব্যাপী টানা বন্যায় ভুগেছে।

এবার ঢাকার আশপাশের নদ-নদীর পানি বাড়ছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসহ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা।

ঢাকা ঘিরে থাকা তুরাগ ও বালু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে  । এসব নদ-নদীর পানি খালের মাধ্যমে ঢুকে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকাকে প্লাবিত করছে।

পুরানো ঢাকা সংলগ্ন বুড়িগঙ্গার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও প্রতিদিন পানির উচ্চতা বাড়ছে। বিপদসীমার উপরে রয়েছে ঢাকার পার্শ্ববর্তী ধলেশ্বরীর পানি।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাজধানীর চারপাশের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সৃষ্টি হতে পারে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার।

ঢাকার দক্ষিণখান, সাঁতারকুল, বাড্ডা, বেরাইদ, ডুমনি, রামপুরা, গোড়ান, বাসাবো, ডেমরা, যাত্রাবাড়ী ও ডিএনডি বাঁধ এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০, ৭১, ৭৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল।

বালু ও তুরাগ নদের পানিতে প্লাবিত হচ্ছে তীরবর্তী এলাকাগুলো। এছাড়া সংযোগ খাল দিয়ে বন্যার পানি ঢুকে পড়ছে নগরীর ভিতরেও। তলিয়ে গেছে সাভার, গাজীপুরের টঙ্গী, কাপাসিয়া, কালীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ রাজধানী ও আশপাশের জেলাগুলোর অনেক এলাকা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বালু নদীর পানি ডেমরা পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার, তুরাগ নদের পানি মিরপুর পয়েন্টে ৪৬ সেন্টিমিটার, শীতলক্ষ্যা নদীর পানি নারায়ণগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার, টংগী খাল টংগী পয়েন্টে ৩৬ সেন্টিমিটার, ধলেশ্বরীর পানি এলাসিন পয়েন্টে ৭৮ সেন্টিমিটার ও জাগির পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

একদিনের ব্যবধানে বুড়িগঙ্গার পানি ঢাকায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঢাকার আশপাশের নদ-নদীর পানি আজও একই অবস্থায় থাকতে পারে।

নিজের নির্বাচনী এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি ত্রিমোহনী গুদারাঘাট, দাসেরকান্দি, বাবুর জায়গা, বালুর পাড়, গৌড়নগর, ইদারকান্দি, ফকিরখালি এলাকা পরিদর্শন করে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

একই সঙ্গে ৭৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় আগামী এক সপ্তাহ প্রতিদিন ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের আশ্বাস দেন।

এস এস