ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ


বাঁশখালীর পশ্চিম চাম্বল আহমদিয়া পাড়া এলাকায় হাফেজ আবদুর রহমান নামে এক ব্যক্তির বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৭ এপ্রিল) সকালে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় আবদুর রহমানের স্ত্রী কামরুন্নিছা বাদী হয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় শফিউল আলম বাদশা, মনু মিয়া, আবদুর রহিম ও মঈনুদ্দিনের নেতৃত্বে এই হামলা ও লুটপাট হয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় বসতঘরের টিনের চালা খুলে নেয়ার পাশাপাশি, আসবাবপত্র ও স্বর্নালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘরে পুরুষ সদস্য না থাকায় আবদুর রহমানের স্ত্রী কামরুন্নিছা বাধা দিলে তাকেও ব্যাপক মারধর করা হয়।

জানা গেছে, পশ্চিম চাম্বল এলাকার হাফেজ আবদুর রহমানের সাথে একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে শফিউল আলম বাদশা ও মৃত নজির আহমদের ছেলে মনু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে শফিউল আলম বাদশার নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন আবদুর রহমানের বসতবাড়িতে হামলা ও লুটপাট চালায়। ঘটনার পর আবদুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদেরও হামলা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এব্যাপারে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, পশ্চিম চাম্বল এলাকায় বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।