ন্যাভিগেশন মেনু

বাংলাদেশের গণমাধ্যমগুলো স্বাধীনতা ভোগ করছে


দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। বেসরকারী টেলিভিশনের টক শো এবং প্রিন্ট মিডিয়ায় প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবাধ স্বাধীনতার চিত্র প্রতিফলিত হচ্ছে বলেছেন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)’র প্রেসিডেন্ট মোল্লা জালাল।

তিনি বলেন,  এই ধারা অব্যাহত আছে বলেই মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি হিসেবে নিউইয়র্কে এসেছেন মোল্লা জালাল। তার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং নাট্যকার কাজী রাশিদুল হক পাশা এবং সাংবাদিক ফারজানা রূপা এবং কলামিস্ট সুভাষ চন্দ্র সিংহ রায়।

ব্যক্তিগত সফরে নিউইয়র্কে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অপরাহ্নে এ সাক্ষাতকার গ্রহণের সময় সেখানে ছিলেন নাট্যকার-সাংবাদিক কাজী রাশিদুল হক পাশা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।

সাংবাদিক-নেতা মোল্লা জালাল উল্লেখ করেন, গণতন্ত্রের মানে কি নৈরাজ্য সৃষ্টি, বিশৃঙ্খলা? নাকি রীতি-নীতির মধ্য থেকে সৃষ্টাচারের চর্চা করা? ঠিক একইভাবে ঐ মহল থেকে উচ্চারিত হচ্ছে যে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে, এই স্বাধীনতা খর্ব কে করে?

মোল্লা জালাল বলেন,‘যারা এমন অভিযোগ করে তাদেরকে যদি বলা হয় যে কে চাপ দেয়? তাহলে তার উত্তরও তারা দিতে পারেন না। পত্র-পত্রিকাগুলো দেখলে অনুধাবনে সক্ষম হবেন যে, এমন কিছু নেই যা সাংবাদিকরা প্রকাশ করছেন না। টিভির টক-শো’তে ৮০% ব্যবহৃত হচ্ছে সরকারের তীব্র সমালোচনার জন্য।

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট

এমআইআর / এস এস